বিশাখাপত্তনমে বিভিন্ন সংস্থার অফিসে আয়কর হানা, তল্লাশি চলছে তামিলনাড়ুর ১০০টি জায়গায়

বিশাখাপত্তনম ও চেন্নাই, ২৫ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্পেশ্যাল ইননোমকি জোন-এ অবস্থিত বেশ কিছু সংস্থার অফিসে তল্লাশি অভিযান শুরু করলেন আয়কর বিভাগের অফিসারেরা| বৃহস্পতিবার সকালে আয়কর দফতর সূত্রে খবর পাওয়া যায়, বিশাখাপত্তনমে অবস্থিত আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-এর কার্যালয় থেকে অনন্তপক্ষে ৫০টি গাড়িতে করে পৃথক পৃথক জায়গায় তল্লাশি অভিযান চালানোর জন্য বেরিয়ে পড়েছেন আয়কর বিভাগের অফিসাররা| আপাতত আয়কর বিভাগের আটটি বিশেষ টিমের সদস্যরা স্পেশ্যাল ইকনোমিক জোন-এ অবস্থিত সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছেন|
অন্যদিকে, শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম নয়, তামিলনাড়ুর প্রায় ১০০টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর বিভাগের অফিসাররা| তল্লাশি চলছে ভি ভি মিনারেলস এবং ভি ভি মিনারেলস-এর মালিক ভাইকুন্দরঞ্জন-এর অফিসেও| সূত্রের খবর, তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত বিশেষ কিছু হাতে আসেনি আয়কর বিভাগের অফিসারদের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *