দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্র মালাদ পশ্চিম, অটো-রিক্সা ও মোটরবাইকে অগ্নিসংযোগ

মুম্বই, ২৫ অক্টোবর (হি.স.): পৃথক দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ-রণক্ষেত্রের চেহারা নিল মুম্বইয়ের মালাদ পশ্চিম এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, চারটি অটো-রিক্সা এবং তিনটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে। কি কারণে গন্ডগোলের সূত্রপাত, সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। গোষ্ঠী সঙ্ঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৩৫ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বুধবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় মুম্বইয়ের মালাদ পশ্চিম এলাকা। বিক্ষুব্ধরা রাস্তায় দাঁড়িয়ে থাকা চারটি অটো-রিক্সা এবং তিনটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। উত্তেজনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে বিক্ষুব্ধরা পালিয়ে যায়। কি কারণে এই গণ্ডগোল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *