দীর্ঘ ১০ দিনের লড়াই শেষ, মৃত্যু হল গুরুগ্রামের বিচারপতির ছেলের

গুরুগ্রাম, ২৩ অক্টোবর (হি.স.): দীর্ঘ ১০ দিন ধরে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যু হল গুরুগ্রামের অতিরিক্ত দায়রা বিচারপতির ছেলের| চলতি মাসের ১৩ তারিখ গুরুগ্রামে দেহরক্ষীর ছোড়া গুলিতে মারা যান বিচারকের স্ত্রী ঋতু শর্মা| গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন বিচারক পুত্র ধ্রুব| অবশেষে ধ্রুবও হার মানলেন, হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয়েছে ধ্রুব-র| মৃত্যুর পরও নজির গড়লেন ধ্রুব, দান করে গেলেন নিজের হার্ট, লিভার এবং কিডনি|

গত ১৩ অক্টোবর, শনিবার বিকেল ৩.৩০ মিনিট নাগাদ ছেলে ধ্রুবকে নিয়ে শপিং করতে গিয়েছিলেন অতিরিক্ত দায়রা বিচারক কিষাণ কান্ত শর্মার স্ত্রী ঋতু শর্মা| গুরুগ্রামের আর্কাডিয়া মলে তাঁরা শপিং করতে যান| তাঁদের সঙ্গে ছিলেন দেহরক্ষী মহিপাল| শপিং মলের সামনেই বিচারকের স্ত্রী এবং তাঁর ছেলেকে গুলি করে পালিয়ে যায় মহিপাল| রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বিচারকের স্ত্রী| সেই দিন থেকে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন বিচারক পুত্র ধ্রুব, অবশেষে মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হলেন ধ্রুবও| ঘটনার পর থেকে এখনও পলাতক মহিপাল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *