নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-কে ব্যবহার করা হচ্ছে। সোমবার ট্যুইটারে এমনই লিখেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ট্যুইটবার্তায় রাহুল গান্ধী লেখেন, প্রধানমন্ত্রীর নয়নের মণি, গুজরাট ক্যাডারের আধিকারিক, গোধরার বিশেষ তদন্তকারী দল সিট খ্যাত, সিবিআই-এর দুই নম্বর ক্ষমতাবান ব্যক্তিত্ব এখন ঘুষ কাণ্ডে ধরা পড়েছেন। প্রধানমন্ত্রী রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অস্ত্র হিসেবে সিবিআই-কে ব্যবহার করেছে। কেন্দ্রীয় সংস্থাটি পতনের মুখে দাঁড়িয়ে রয়েছে।
উল্লেখনীয়, মাংস রপ্তানি ব্যবসায়ী মইন কুরেশির থেকে মোটা অর্থ ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সিবিআই কর্তা রাকেশ আস্থানার বিরুদ্ধে। এই ঘটনায় রাকেশ আস্থানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।