![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/Petrol-Pump-300x169.jpg)
উল্লেখ্য, কিছুদিন আগে পর্যন্ত নিত্যদিনই ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের মূল্য। কিন্তু, বিগত চার দিন ধরে পেট্রোল-ডিজেলের দাম নিম্নমুখী। সংশ্লিষ্ট মহল সূত্রের খবর, বিশ্ব বাজারে সম্প্রতি অশোধিত তেলের দাম কমার জন্যই দেশের বাজারেও কমছে পেট্রোল-ডিজেলের মূল্য।