![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/02/E-K-Palaniswami-300x225.jpg)
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে অভিযোগ নিজের আত্মীয়দের বেআইনিভাবে ৩৫০০ কোটি টাকার রাস্তা তৈরির কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছেন । এই অভিযোগ তুলে কোর্টের দ্বারস্ত হলে শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় | জানা তেছে তামিলনাড়ুর বিরোধী দল ডিএমকে-র জনৈক সমর্থকের আনা এই অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে তদন্ত করছিল রাজ্যের তদন্তকারী সংস্থা ডায়রেক্টরেট অব ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন ( ডিভিএসি ) । কিন্তু পরে অভিযোগকারী আদালতে জানান, ওই সংস্থাটি মুখ্যমন্ত্রীরই অধীনে। তার দ্বারা নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়। ডিভিএসি-এর তদন্তে সন্তুষ্ট হননি হাইকোর্টের বিচারপতি এডি জগদীশ চন্দিরা। এরপরেই ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি। পাশাপাশি রাজ্যের তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন, ওই সংক্রান্ত সমস্ত নথিপত্র এক সপ্তাহের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। সিবিআইকে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত শেষ করতে হবে তিন মাসের মধ্যে। তার পরে যদি গোয়েন্দারা মনে করেন, ফের তদন্ত শুরু করবেন।