আগরতলা, ৭ অক্টোবর, (হি.স.) : রাজ্যকে নেশামুক্ত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে নেশা-বিরোধী অভিযানে রাজ্যের পুলিশ ব্যাপক সফলতা পাচ্ছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে অভিযানে চালাচ্ছে পুলিশ। তাতে ব্যাপক সফলতাও পাচ্ছে। ক্রমাগত এই অভিযানে নেশা পাচারকারীরা অনেক দমেছে বলে দাবি করছে পুলিশ।
শহর কিংবা শহরের বাইরে পুলিশের অভিযান জারি রয়েছে বলে জানা গেছে। এদিকে নেশা-বিরোধী অভিযানে পশ্চিম থানার পুলিশ রবিবার সকালে বটতলায় হানা দেয়। অভিযান চালিয়ে বেশ কিছু অর্থ-সহ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার সকালে আচমকা বটতলায় একটি জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই আসর থেকে বেশ কিছু নগদ অর্থ ও নেশাসামগ্রী সহকারে এক জুয়ারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
জানা গেছে, ধৃত জুয়ারিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে এ ধরনের অভিযান আগামীদিনেও চলবে।
2018-10-08