তুরিন, ৭ অক্টোবর (হি.স.) : যৌন হেনস্থার অভিযোগ উঠলেও স্বচ্ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উদিনেসের বিরুদ্ধে তিনি গোলও করলেন, জিতল জুভেন্তাসও। শনিবার সেরি আ-তে অ্যাওয়ে ম্যাচে উদিনেসের বিরুদ্ধে ৩৩ মিনিটে রাইটব্যাক জোয়াও ক্যানসেলোর ক্রসে হেডে গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন রদ্রিগো বেনতাঙ্কুর। ঠিক চার মিনিট পরেই জুভেন্তাসের হয়ে ২-০ করেন রোনাল্ডো। উদিনেসের বক্সে পর্তুগিজ সুপারস্টারকে পাস বাড়িয়েছিলেন মারিও মাঞ্জুকিচ। বল ধরেই বাঁ পায়ে গোল করেন সিআর সেভেন।
প্রাক্তন মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা যৌন হেনস্থার অভিযোগে রোনাল্ডোর বিরুদ্ধে ফের তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নয় বছর আগে লাস ভেগাসে ক্যাথরিন মায়োরগাকে যৌন হেনস্থা করেছিলেন। যদিও রোনাল্ডো এই অভিযোগ মানতে চাননি। এই ঘটনার পরে মাঠে নেমেই গোলের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত ২-০ গোলেই জিতে নেয় জুভেন্তাস।