নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ রাজ্যকে নেশামুক্ত করার নির্দেশ দেওয়ার পর থেকে নেশা বিরোধী অভিযানে পুলিশ ব্যাপক সাফল্য পাচ্ছে৷ প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও নেশা বিরোধী অভিযানে রাজ্যের পুলিশ সফলতা পাচ্ছে৷ এই অভিযানের ফলে নেশা পাচারকারীর সংখ্যা অনেক কমেছে বলে দাবি করেছে পুলিশ৷ এই অভিযানের অন্যতম অঙ্গ হিসাবে শুক্রবার রাতে নালকাটা স্টেসনে শিলচর আগরতলা ট্রেন থেকে রেল পুলিশ প্রায় ২৬৫ গ্রাম ব্রাউনসুগার উদ্ধার করেছে৷ যদিও পুলিশ কাউকে আটক করতে পারেনি৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে শিলচর আগরতলা যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে ২৬৫ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ জানা গেছে, এই ব্রাউনসুগার বহিঃরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷ পুলিশ জানিয়েছে এই ধরনের অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে৷
2018-10-07