নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.) : রাফাল যুদ্ধবিমানের স্বপক্ষে সওয়াল করলেন বায়ুসেনা প্রধান বি এস ধানওয়া। রাফাল অত্যন্ত ভাল যুদ্ধবিমান। দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে নির্ণায়ক শক্তি হতে চলেছে রাফাল যুদ্ধবিমান বলে বুধবার জানিয়েছেন তিনি।
বায়ুসেনা প্রধান বি এস ধানওয়া বলেন, রাফাল চুক্তির ফলে অনেক সুবিধা পেয়েছি। কেন্দ্র সঙ্গে বায়ুসেনার আলোচনা হয়েছে। বায়ুসেনার তরফ থেকে বেশকিছু সুপারিশ দেওয়া হয়। আপাতকালীন পরিস্থিতিতে দুই সরকারের মধ্যে চুক্তির ভিত্তিতে দুইটি স্কোয়াড্রন কেনার কথা ছিল। প্রযুক্তির আদান প্রদানের জন্য হ্যালকে এই চুক্তির মধ্যে যুক্ত করা হয়। হ্যালকে কখনও চুক্তি থেকে বাদ দেওয়া হয়নি।
পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজসের সম্পর্কে বলতে গিয়ে বায়ুসেনা প্রধান বলেন, বায়ুসেনা তেজসের প্রতি আস্থাশীল। এলসিএ মার্ক-২ এর কাজ চলছে। তেজস নিয়ে ১২টি স্কোয়াড্রনের কাজ চলছে।
এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সম্পর্কে বলতে গিয়ে বায়ুসেনা প্রধান বলেন, রাফাল এবং এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম দুইটি ভারতীয় প্রতিরক্ষার শক্তির বাড়িয়েছে। সরকার অনুমোদন দিলেই ২৪ মাসের মধ্যেই চলে আসবে বায়ুসেনার কাছে।
বায়ুসেনার যুদ্ধবিমান ঘাটনি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বায়ুসেনা প্রধান। চুক্তিতে হওয়া বিমান বায়ুসেনার হাতে দেরিতে আসা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন, সুখোই-৩০ আসতে ৩ বছর দেরি হয়েছে, জাগুয়ার পেতে দুই বছর, মিরাজ-২০০০-এর আধুনিকীকরণের জন্য দেরি হয়েছে দুই বছর।