মস্কো, ৩ অক্টোবর (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিএসকেএ মস্কোর কাছে ১-০ গোলে হারল রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে রোমাকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই হার অনেকটাই অপ্রত্যাশিতই বটে।
চোটের কারণে অ্যাওয়ে ম্যাচে এদিন মাঠের বাইরে ছিলেন সার্জিও রামোস এবং গ্যারেথ বেল। পাশাপাশি মদ্রিচকেও মঙ্গলবার শুরু থেকে মাঠে নামাননি লোপেতেগুই। ম্যাচে নিজেদের প্রভাব বজায় রাখার আগেই গোল হজম করতে হয় রিয়ালকে। টনি ক্রুসের ডিফেন্সিভ ভুলকে কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় মস্কোর এই ক্লাবটি। রক্ষণের উদ্দেশ্যে ক্রুসের বাড়ানো বল ধরে সুযোগসন্ধানী গোল করে যান ভ্লাসিচ। প্রথম মিনিট যেতে না যেতেই বিপক্ষের এই গোল সারা ম্যাচে শোধ করতে পারেনি রিয়াল।
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক মেজাজে খেলা শুরু করে বেঞ্জেমা অ্যান্ড কোম্পানি। কিন্তু বদলায়নি প্রথমার্ধের চিত্রটা। ফের রিয়াল মাদ্রিদের একের পর এক আক্রমণ ধাক্কা খেতে থাকে বিপক্ষ রক্ষণে। আরও একবার ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হন মস্কো গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসেনসিও’র শট দুরন্ত দক্ষতায় আটকে দেন তিনি। এরপর মদ্রিচকে নামিয়েও লাভের লাভ কিছুই হয়নি। একাধিক সুযোগ নষ্ট, মারিয়ানোর দুরন্ত হেডার পোস্টে লেগে ফেরায় রিয়ালের ম্যাচে ফেরার সমস্ত আশা শেষ হয়ে যায়। অ্যাওয়ে ম্যাচে হার স্বীকার করে ফিরতে হল গত তিনবারের চ্যাম্পিয়নদের।