রেকর্ড পতন টাকার দামে

মুম্বই, ৩ অক্টোবর (হি.স.) : টাকার দামে রেকর্ড পতন। বুধবার সকালে ৪৩ পয়সা পড়ল টাকার দাম। এখন এক ডলারের দাম ৭৩ টাকা ৩৪ পয়সা। টাকার দাম আগে কখনও এত কমে যায়নি। সোমবার বাজার বন্ধের সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭৩ টাকা ২৬ পয়সা। শীঘ্রই দাম আরও কমে ৭৩ টাকা ৩৪ পয়সায় দাঁড়ায়।

আগামী মাস থেকে ইরান থেকে তেল সরবরাহে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সেই আশঙ্কায় এখন হু হু করে বাড়ছে তেলের চাহিদা। তেল কিনতে হলে চাই আমেরিকান ডলার। তাই ডলারেরও চাহিদা বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে টাকার দাম। বাজারে আশঙ্কা ছড়িয়েছে, বছরের শেষে তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়াতে পারে। এর ফলে বছরের শেষে আরও খারাপ হতে পারে টাকার অবস্থা। তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি এদেশ থেকে বিপুল অঙ্কের পুঁজি চলে যাচ্ছে বিদেশে। গত সোমবারই ফরেন ইনস্টিটিউশন্যাল ইনভেস্টররা ১৮৪২ কোটি টাকার শেয়ার বেচে দিয়েছে। তার ফলেও কমেছে টাকার দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *