শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার দুপুরে আচমকা ভারতের আকাশসীমায় ঢুকে পড়ল এক পাকিস্তানি হেলিকপ্টার। একদিকে গোপনে সেনা অভিযানের ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে রাষ্ট্রসংঘে চলছে ভারত-পাকিস্তানের অন্য যুদ্ধ। এরই মধ্যে রবিবার দুপুরে ওই হেলিকপ্টার দেখা গিয়েছে কাশ্মীরের আকাশে।
এদিন দুপুরে কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এই ঘটনা ঘটে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদে মদত দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘হত্যাকারীদের গুণকীর্তন করে পাকিস্তান’, গোটা বিশ্বের সামনে এই ভাষাতেই আক্রমণ করলেন সুষমা। ৯/১১ বা ২৬/১১-র কথা মনে করিয়ে দেন তিনি বললেন, ‘পাকিস্তান শুধু সন্ত্রাসবাদে মদত দেয় তাই নয়, সব দোষ অস্বীকারও করেন অনায়াসে।’ সুষমা উল্লেখ করেন, আমেরিকার বন্ধু হওয়া সত্বেও পাকিস্তান দিনের পর দিন লুকিয়ে রেখেছিল লাদেনকে। তাকে খুঁজে বের করে হত্যা করার জন্য আমেরিকাকে সাধুবাদ দেন তিনি।