নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : গণধর্ষণ প্রসঙ্গে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নিন্দায় সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হরিয়ানার বোর্ড পরীক্ষায় কৃতী ছাত্রীর গণধর্ষণ প্রসঙ্গে কেনও নীরব প্রধানমন্ত্রী? এমনই প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি।
বিষয়টিকে অসহনীয় আখ্যা দিয়ে কংগ্রেস সভাপতি ট্যুইটে লেখেন, দেশের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে আর ধর্ষকরা স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। গোটা দেশ এখন লজ্জায় নিজের মুখ ঢেকেছে। কারণ তার আরও এক কন্যাকে নৃশংস ভাবে গণধর্ষণ করা হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নীরবতা অসহনীয়।
উল্লেখনীয় হরিয়ানার মহেন্দ্রগড় জেলার কানিনা টাউনের বাসস্ট্যান্ড থেকে সিবিএসসির টপারকে অপহরণ করে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। কোচিং ক্লাস থেকে ফেরার পথে তার প্রতি এমন নারকীয় আঘাত নেমে আসে। নিগৃহীতা রেওয়ারির বাসিন্দা। এই প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছিলেন, এই গণধর্ষণের সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না।
উল্লেখ্য, নিগৃহীতার পরিবারকে যে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছিল তা ফিরিয়ে দিয়েছে পরিবার। তারা টাকা চায় না, বিচার চায়। এই ঘটনা একজন সেনাকর্মী জড়িত রয়েছে বলে জানা গিয়েছে।