
কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। বাইরে থেকে শপিংমলকে ঘিরে ফেলেন পুলিশ কর্মী-অফিসাররা। ততক্ষনে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয় দু’জনের, এছাড়াও অন্ততপক্ষে ৯ জন জখম হয়েছেন। প্রশাসন সূত্রের খবর, আত্মঘাতী হয়েছে বছর ২৪-এর ওই আততায়ী। কি কারণে এই হামলা তা তদন্ত করে দেখা হচ্ছে।