নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট৷৷ রবিবার বিকালে হাওড়া নদীতে বটতলা শ্মশানের কাছে দশমীঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্মপূর্ণ অস্থিকলস বিসর্জন দেওয়া হয়েছে। এর আগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এক মিছিল বের হয়ে অস্থিকলস নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। মিছিলটি রবীন্দ্র ভবন থেকে শুরু করে ওরিয়েন্ট চৌমুহনি, জ্যাকশন গেট, কামান চৌমুহনি, সূর্য চৌমুহনী, পোস্টঅফিস চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি এবং বটতলা হয়ে দশমীঘাটে গিয়ে পৌঁছে। সেখানে বিসর্জন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম।মিছিলে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ছাড়াও তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, বিধায়ক ও আগরতলার সব অংশের বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ জনগণও শামিল হয়েছিলেন।
2018-08-27