মৃত্যু বেড়েই চলেছে, ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৬

জাকার্তা, ১৩ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পের পর কেটে গিয়েছে ন’দিন| এখনও মৃত্যুমিছিল অব্যাহত| ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৩৬| প্রশাসনের তরফে জানানো হয়েছে, বহুতল ভেঙে ও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে| চলতি মাসের ৫ তারিখ ৭.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার জনপ্রিয় লম্বক আইল্যান্ড| ৬.৯ তীব্রতার ভূমিকম্পের পর বহুবার আফটার শক অনুভূত হয়| ভূকম্পনের ঝাঁকুনিতে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি| ক্ষয়ক্ষতির পরিমাণ একশো মিলিয়ন ডলারেরও বেশি|

সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৫ আগস্টের ভূমিকম্পে এখনও পর্যন্ত ৪৩৬ জনের মৃত্যু হয়েছে| বহুতল ভেঙে ও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে| ক্ষয়ক্ষতির পরিমাণ একশো মিলিয়ন ডলারেরও বেশি| গৃহহীন ৩৫০,০০০ মানুষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *