
এদিকে, অনুচ্ছেদ ৩৫-এ-এর সমর্থনে সোমবারও বনধ পালিত হল কাশ্মীর উপত্যকায়| বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধের জেরে রবিবার মতো সোমবারও স্তব্ধ কাশ্মীর উপত্যকার স্বাভাবিক জনজীবন| কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবারও সাময়িকের জন্য স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা|