বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনায় নিন্দা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি ভেঙে দেওয়ার  ঘটনায় তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব  কুমার দেব৷ নতুন করে এই মূর্তি গড়ে দেওয়ার ঘোষণাও করেছেন তিনি৷ এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক৷ এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ দোষীরা কঠোর থেকে কঠোরতম শান্তি পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি -এ-ও বলেন, পুনরায় নির্মাণ করে দেওয়া হবে প্রবাদপ্রতিম কউিনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি৷ রাজ্যের নতুন সরকার গঠন হওয়ার পর গত ৩ মার্চের পর যারা সিপিআইএম ছেড়ে বিজেপিতে এসেছে এই ঘটনা তাদেরই কাজ৷ উল্লেখ্য গত ২৫ জুলাই কৈলাসহরে রাজ্যের প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি ভেঙে দিয়েছে দুসৃকতকারীরা৷ এ ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরে উত্তেজনা ছড়ায়৷ পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *