
উল্লেখ্য, এর আগে চলতি মাসের ২২ তারিখ লালুর জামিনের মেয়াদ বৃদ্ধি করেছিল রাঁচি হাইকোর্ট| ২২ জুন লালু প্রসাদ যাদবের জামিনের মেয়াদ বাড়ানো হয় ৩ জুলাই পর্যন্ত| আর শুক্রবার, ২৯ জুন লালুর জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ১৭ আগস্ট পর্যন্ত| প্রসঙ্গত, পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর, চাইবাসা এবং দুমকা ট্রেজারি মামলা সাজাপ্রাপ্ত লরালু প্রসাদ যাদব| শারীরিক অসুস্থতাজনিত কারণে বর্তমানে তিনি হাসপাতালে চিকিত্সাধীন|