নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ ছোট ভাইকে খুন করার দায়ে মূল অভিযুক্ত বড় ভাইকে চারদিন বাদে পুলিশ গ্রেপ্তার করেছে৷ জানা গেছে, দূর্গাচরণ পাড়ায় খুনের ঘটনায় পুলিশ অভিযুক্ত জামশেদ মিঞাকে বিশালগড় থেকে গ্রেপ্তার করেছে৷
গত ১৮ জুন শ্রীনগর থানার অধীন দূর্গাচরণ পাড়ায় ছোট ভাই সাধির মিঞাকে তার বড় ভাই জামশেদ মিঞা পিটিয়ে খুন করে৷ ছোট ভাইকে খুন করার পরই সে সেখান থেকে পালিয়ে যায়৷ পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করে অভিযুক্তকে খঁুজতে শুরু করে৷ মামলা নম্বর ২১/১৮৷
এদিকে, পুলিশ বিভিন্ন জায়গায় খুজাখুজি করলেও তাকে পাওয়া যাচ্ছিল না৷ ঘটনার চারদিন পর শনিবার গোপন সূত্রের খবরে শ্রীনগর থানার পুলিশ জানতে পারে জামশেদ মিঞা বিশালগড় চা বাগান এলাকায় লুকিয়ে রয়েছে৷ সে মোতাবেক পুলিশ বিশালগড় চা বাগাদ এলাকা থেকে খুনের মামলায় অভিযুক্ত জামশেদ মিঞাকে গ্রেপ্তার করে৷ বিশাল পুলিশ বাহিনী এলাকাটিকে কর্ডন করে তাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷