দুই সাংবাদিক হত্যা মামলার তদন্তভার গ্রহণ করলো সিবিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ রাজ্যের দুই সাংবাদিক হত্যার মামলা গ্রহণ করেছে সিবিআই৷ এই মর্মে কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিও জারি করেছে৷ শুক্রবার রাতে মহাকরণে সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি জানান, সাংবাদিক সান্তুনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের হত্যা মামলার তদন্ত সিবিআই গ্রহণ করেছে৷ তাঁদের পরিবার এখন নিশ্চয়ই বিচার পাবেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, সাংবাদিক হত্যা মামলায় সিবিআই তদন্তের রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ ছিল৷

২০১৭ সালে রাজ্যের ইতিহাসে দুইবার কালো অধ্যায় রচিত হয়েছে৷ ২০ সেপ্ঢেম্বর তরুণ তুর্কী সাংবাদিক শান্তুনু ভৌমিক মান্দাইতে নৃশংসভাবে খুন হন৷ তাঁর মৃত্যুর ঘা শুকিয়ে যাওয়ার আগেই ২১ নভেম্বর টিএসআর হেড কোয়ার্টারে টিএসআরের গুলিতে খুন হন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক৷ এই দুটি ঘটনায় রাজ্যের পাশাপাশি সারা দেশে হইচই শুরু হয়ে যায়৷ সাংবাদিক হত্যার ঘটনায় তৎকালীন সরকার কলঙ্কিত হয়৷ এই দুটি হত্যা মামলার শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছিলেন সাংবাদিক মহল৷ তদানিন্তন রাজ্য সরকার সিবিআই তদন্তে সম্মতি দেয়নি৷

২০ সেপ্ঢেম্বর মান্দাইতে সাংবাদিক সান্তুনু ভৌমিককে নৃশংসভাবে খুনের ঘটনায় রহস্য জনক দাবি করে রাজ্যের সাংবাদিকরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন৷ কিন্তু, রাজ্য সরকার এসআইটি গঠন করে এই মামলার তদন্ত ভার তুলে দিয়েছিল৷ ঠিক দু মাসের মাথায় বোধজংনগর স্থিত টিএসআর হেডকোয়ার্টারে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে খুন করা হয়৷ সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় টিএসআর কমান্ডেন্ট সহ দুই জওয়ানকে পুলিশ গ্রেপ্তার করে৷ কিন্তু রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারেননি সাংবাদিকরা৷ তাঁরা সিবিআই তদন্তের দাবিতেই অনড় ছিলেন৷ এই দাবিতে সাংবাদিকরা রাজ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ এরই মধ্যে নির্বাচনের পূর্বে বিজেপি রাজ্যে সরকার গঠিত হলে সাংবাদিক হত্যামামলায় সিবিআই তদন্তের প্রতিশ্রুতি দেয়৷ সেই মোতাবেক রাজ্যে ক্ষমতার পরিবর্তন হতেই বিজেপি-আইপিএফটি জোট সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সাংবাদিক হত্যা মামলা সিবিআইকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়৷ গত ১৭ মার্চ রাজ্য সরকার দুটি মামলা সিবিআই এর কাছে পাঠিয়ে দেয়৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সিবিআই তদন্তের জন্য কেন্দ্রীয় সরকারেও দৃষ্টি আকর্ষণ করেন৷ অবশেষে সিবিআই দুটি মামলাই গ্রহণ করেছে৷

শুক্রবার রাতে মহাকরণে মুখ্যমন্ত্রী এই সংবাদ জানানোর পাশাপাশি রাজ্যে সমস্ত সাংবাদিকদের নিরাপত্তায় রাজ্য সরকার অঙ্গিকার বদ্ধ তা জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, প্রয়াত দুই সাংবাদিকের পরিবার নিশ্চয়ই বিচার পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *