আইজিএম হাসপাতালের নালা থেকে উদ্ধার নবজাতক শিশু, অন্ধকারে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন ৷৷ রাজধানীর আইজিএম হাসপাতাল সংলগ্ণ নালা থেকে নবজাত শিশুর নিথর দেহ উদ্ধারের ঘটনার এখনও কিনারা করতে পারেনি পশ্চিম থানার পুলিশ৷ যদিও ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেছে এবং এ নিয়ে আগরতলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, শুক্রবার আইজিএম হাসপাতালের নবনির্মিত বিল্ডিং-এর কাজে যাচ্ছিলেন এক শ্রমিক৷ তখন তিনি দেখতে নির্মীয়মান বিল্ডিং-এর পাশে ড্রেনে জামা কাপড় দিয়ে মোড়ানো কিছু একটা পড়ে রয়েছে৷ তখন লাঠি দিয়ে কাপড়টি সরাতেই নজরে আসে এক নবজাত শিশুর দেহ৷ সঙ্গে-সঙ্গে তিনি হাসপাতালে খবর দেন৷ খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ৷ ড্রেন থেকে উদ্ধার হয় নবজাত শিশুর নিথর দেহ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে পাঠিয়ে দেয়৷ এদিকে পুলিশ খোঁজ নিয়ে দেখছে বিগত দুদিনে হাসপাতালে কতজন শিশুর জন্ম হয়েছে৷ পুলিশ শনিবার জানিয়েছে, উদ্ধারকৃত শিশুটির বয়স আনুমানিক ৪-৫ দিন হবে৷ তবে এখনও ঘটনার তদন্ত চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *