
শনিবার সকালে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নমাজ পাঠ করেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি| নমাজ পাঠ করেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও| ঈদের শুভেচ্ছা বার্তায় প্রাক্তন উপ-রাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি বলেছেন, ‘ঈদ হল খুশির উত্সব|’ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, ‘ঈদ হল আনন্দের উত্সব| আশা করি এবার কাশ্মীরে শান্তি ও আনন্দ ফিরবেই|’ ঈদ উপলক্ষ্যে নমাজ পাঠ শেষে পার্লামেন্ট স্ট্রিটে একই ফ্রেমে ধরা পড়েন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এবং বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন|
অপরদিকে দিল্লির দরগা পাঞ্জা শরিফে নমাজ পাঠ করেন কেন্দ্রীয় মুক্তার আব্বাস নকভি| ঈদের শুভেচ্ছা বার্তায় নকভি বলেন, ‘আমি আশা করি দেশে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসবে এই ঈদ|’ পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার গান্ধী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে নমাজ পাঠ করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু| মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ঈদের অনুষ্ঠানে যোগ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| শিবরাজের সঙ্গেই দেখা যায় কংগ্রেস নেতা কমল নাথকেও|