রাজ্যপালেরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যপাল নামক সাংবিধানিক পদের গুরুত্ব তুলে ধরে রাজ্যপালদের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত ৪৯তম কনফারেন্স অফ গভর্নরসে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এবং আমাদের দেশের সাংবিধানিক কাঠামোয় রাজ্যপালেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিজেদের বিবিধ অভিজ্ঞতা দিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুফল জনগণের কাছে পৌঁছিয়ে দিতে তাঁরা সহায়তা করেছে।

আদিবাসী সম্প্রদায়ের প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই অবদানকে স্বীকৃতি দিয়ে তা সংরক্ষণ করে রাখার জন্য ডিজিট্যাল সংগ্রহশালা গড়ে তোলা হবে। আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলিতে শিক্ষা, ক্রীড়া, আর্থিক বিকাশের ক্ষেত্রে সরকারী উদ্যোগগুলিকে সাহায্য করতে পারেন রাজ্যপালেরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রয়েছেন রাজ্যপালেরা। আগামী ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উৎযাপন করা হবে। যোগ সম্পর্কে যুব সমাজকে সচেতন করা উচিত। মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলির বিশেষ উদ্যোগ নেওয়া উচিত।

এদিন রাজ্যপালদের সম্মেলনে নিজের সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘একাধিক উন্নয়নমুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেমন ন্যাশনাল নিউট্রিশন মিশন, গ্রামে বিদ্যুৎতায়ন, জেলার ভিত্তিক উন্নয়নের মাপকাঠি তৈরি করা।’ যেসব গ্রামে বিদ্যুৎতায়ন হয়েছে সেইসব গ্রাম ঘুরে দেখতে রাজ্যপালদের বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *