
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার বেলা ১১.১৬ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশের লোহিত জেলার তেজু টাউন| ভূকম্পন অনুভূত হয় তেজু টাউন থেকে ১১৪ কিলোমিটার দূরে| মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই| তবে কম্পন তের পাওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন|