
গত ২৯ মে পর্যন্ত, একটানা ১৬ দিন উর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম| কিন্তু ৩০ মে থেকে ধীরে ধীরে নিম্নমুখী পেট্রোল-ডিজেলের দাম| ৩০ মে মাত্র ১ পয়সা কমেছিল পেট্রোল-ডিজেলের দাম| এরপর ৩১ মে পেট্রোল-ডিজেলের দাম যথাক্রমে, ৭ পয়সা ও ৫ পয়সা করে কমেছিল| আর শুক্রবার, ১ জুন ৬ পয়সা কমল পেট্রোলের দাম| পাশাপাশি গোটা দেশে ডিজেলের দাম কমেছে ৫ পয়সা|