নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ মে৷৷ রাজ্যের প্রত্যন্ত এলাকায় রাজনৈতিকভাবে অস্থিরতা ক্রমশ বাড়ছে৷ অটো চালকদের কাছ থেকে আইপিএফটি’র চাঁদা সংগ্রহের ঘটনায় শনিবার খোয়াই জেলায় চাম্পাহাওর, তুলাশিখর, আমপুরা এবং আশারামবাড়ী এলাকায় অটো চলাচল বন্ধ ছিল৷ সাথে জীপ চলাচলও বন্ধ ছিল৷ সন্ধ্যার পর প্রশাসনের উদ্যোগে আশারামবাড়ী এলাকায় অটো চলাচল শুরু হয়৷ কিন্তু, এই ঘটনাকে ঘিরে খোয়াইতে অটো চালকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছিল৷ স্থানীয় মোটর শ্রমিক সংগঠনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন ঠিকই, কিন্তু এই অবস্থা না শুধরালে আগামীদিনে জটিলতা আরও বাড়বে৷ সূত্রের খবর, রবিবার মহকুমা প্রশাসন এই জটিল পরিস্থিতির পর্যালোচনা করবে৷ তাছাড়া, বিএমএস স্থানীয় নেতৃবৃন্দও খোয়াই জেলায় সমস্ত মোটর শ্রমিকদের নিয়ে এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যাবে সেবিষয়ে বৈঠক করবে৷
শনিবার সকাল থেকেই অটো চলাচল বন্ধ হয়ে যায় চাম্পাহাওর, তুলাশিখর, আমপুরা এবং আশারামবাড়ী এলাকায়৷ খোয়াই থেকে কোন অটো ওই এলাকায় যায়নি৷ এবিষয়ে জনৈক অটো চালক জানিয়েছেন, আইপিএফটি কর্মীরা সমস্ত অটো চালকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করছে৷ তাঁর কথায়, আইপিএফটি কর্মীরা তাঁদের সাফ জানিয়েছেন পাহাড়ী এলাকায় যান চলাচলে কর দিতে হবে৷ ফলে, তাঁরা যান চলাচল বন্ধ রেখেছে, জানান তিনি৷
এবিষয়ে খোয়াই মহকুমা শাসক জানিয়েছেন, ওই এলাকাগুলিতে যান চলাচলে সামান্য সমস্যা হয়েছে ঠিকই, কিন্তু যানবাহন চালাতে হলে কর দিতে হবে এমন কোন খবর জানা নেই৷ তাঁর কথায়, পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে প্রশাসন সব রকম উদ্যোগ নিয়ে রেখেছে৷ সূত্রের খবর, রবিবার এই পরিস্থিতি নিয়ে খোয়াই জেলা প্রশাসন পর্যালোচনা করবে৷ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া দরকার সেবিষয়ে বৈঠকে আলোচনা হবে৷ পাশাপাশি যান চালকদেরও সাথে আলাদাভাবে আলোচনা করবে প্রশাসন৷