
রেল সূত্রে খবর রাজ্য পুলিশের পদস্থকর্তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রেলের তরফে জানানো হয়েছে উত্তর কাশ্মীরের শ্রীনগর-বাদগাম এবং বারামুলায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বাদগাম-শ্রীনগর-অনন্তনাগ-দক্ষিণ কাশ্মীরের কাজিগণ্ড থেকে জম্মুর বানিহাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। বহু যাত্রীই গন্তব্যে পৌঁছতে না পেরে স্টেশন থেকে ফিরে যায়। চলতি মাসে এই নয় বার উপত্যকায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। রেলের এক আধিকারিক জানিয়েছেন পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে এসব পরিস্থিতিতে রেল চালালে ট্রেনের উপর ভাঙচুর চালানো হয়। এমনকি রেলের লাইনও ভেঙে দেওয়া হয়। সেইসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং রাজ্য পুলিশের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ।
জয়েন্ট রেসিস্টেন্স লিডারশিপের সৈইদ আলি শাহ গলিয়া, মিরওয়াজ মৌলবি ওম ফারুক, মহম্মদ ইয়াসিন মালিকের মতো একদল বিচ্ছিন্নতাকামী নেতা লাল চক যাওয়ার ডাক দিয়েছে। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী উপত্যকা সফরের প্রতিবাদেই এই কর্মসূচী গ্রহণ করেছে তারা।