এনসিইআরটি সিলেবাসের গ্রহণযোগ্যতা খতিয়ে দেখতে সাত সদস্যক কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে ৷৷ রাজ্যে এনসিইআরটির সিলেবাস চালুর দাবি উঠেছে৷ অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের বক্তব্য, জাতীয় স্তরের এন্ট্রান্স পরীক্ষা দিতে গিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে নানা সমস্যা হচ্ছে৷ তাই এনসিইআরটির সিলেবাস চালু হলে ছাত্র ছাত্রীরা উপকৃত হবেন বলে মনে করছেন৷ তাই রাজ্য সরকার এনসিইআরটির সিলেবাসের গ্রহণ যোগ্যতা খতিয়ে দেখার জন্য সাত সদস্যক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে৷ গত ১৫ মে এসসিইআরটি এক বিজ্ঞপ্তি জারি করে এই কমিটির ঘোষণা দিয়েছে৷ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড অরুনোদয় সাহা৷ এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এনসিইআরটির প্রতিনিধি, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ড জরল লাল সাহা, শিক্ষা দপ্তরের প্রাক্তন অধিকর্তা আর কে দেবনাথ, বিবিএমসি কলেজের সহকারী অধ্যাপক ড পল্লব কান্তী ঘোষাল, সিবিএসই’র প্রতিনিধি এবং এসসিইআরটির অধিকর্তা বিশ্বজিৎ গুপ্তা৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে এনসিইআরটি সিলেবাস চালু করার দাবি ক্রমশ বেড়ে চলেছে৷ রাজ্যে বর্তমানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস রয়েছে৷ কিন্তু, পর্ষদের সিলেবাসের দরুন জাতীয় স্তরের পরীক্ষাতে ছাত্রছাত্রীরা নানা সমস্যা সম্মুখীন হন বলে দাবি উঠেছে৷ তাই এনসিইআরটির সিলেবাস চালু করার ক্ষেত্রে সরকারী, সরকার অধিনস্ত এবং এডিসি এলাকার সুকলগুলিতে গ্রহণ যোগ্যতা কতটুকু রয়েছে এবং কি ধরনের পরিবর্তন আনতে হবে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য সাত সদস্যক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে৷ এই কমিটি সমস্ত দিক খতিয়ে দেখে রাজ্য সরকারকে পরামর্শ দেবে৷ সেই পরামর্শ মোতাবেক রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷ জানা গেছে, বিজ্ঞপ্তি জারি হওয়ার দশ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্য সরকার অনুবাদ কমিটি গঠন করেছে৷ এই কমিটি কাজও শুরু করে দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *