প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পূর্ত মন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত কাজের হিসেব চেয়েছেন তিনি৷

হেজামারায় রাস্তার অবস্থা দেখছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ নিজস্ব ছবি৷

শুক্রবার প্রবল বর্ষণে নিহতদের দেখতে হেজামারা যান মুখ্যমন্ত্রী৷ হেজামারা ব্লকের কাম্বুকছড়া এডিসি ভিলেজের সুবলসিং বৈরাগী মুড়ার গোবিন্দ পাড়ায় যাওয়ার পথে রাস্তার হাল দেখে ভিষণ ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী৷ এই রাস্তা খানাখন্দে পরিণত হয়ে রয়েছে৷

সূত্রের খবর, সেখান থেকে ফেরার পথেই মুখ্যসচিবের কাছে জেনে নেন এই সড়ক নির্মাণ এবং সংস্কারের দায়িত্বে কাদের উপর ন্যস্ত রয়েছে৷ সড়কটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত নির্মাণ হয়েছে৷ তাই, মুখ্যমন্ত্রী এই যোজনায় শুরু থেকে এখন পর্যন্ত যা কাজ হয়েছে সবকিছুর তদন্ত করার জন্য নির্দেশ দেন৷ পাশাপাশি এই প্রকল্পে স্পেশ্যাল অডিটেরও নির্দেশ দিয়েছেন তিনি৷ সাথে নির্মাণ সামগ্রী এবং নির্মাণের গুনমান সংক্রান্ত রিপোর্ট চেয়েছেন৷ পূর্ত দপ্তরকে মুখ্যমন্ত্রীর আরো নির্দেশ, সারা রাজ্যে এই যোজনায় বাৎসরিক সংস্কারের স্থিতি জানাতে হবে৷ কোথাও কোন গাফিলতি কিংবা অনিয়ম ধরা পড়লেই সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এক্ষেত্রে কোন সরকারী ইঞ্জিনিয়ারকে অনিয়মের সাথে যুক্ত পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *