ছাত্রীর শ্লীলতাহানি আমবাসায়, মামলা হতেই পালাল শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ নাবালিকার শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত শিক্ষক পলাতক৷ তাঁকে ধরার জন্য পুলিশের সকল চেষ্টা এখনও ব্যর্থ৷ ধারণা করা হচ্ছে, অভিযুক্ত তাঁর নিজের রাজ্যে পালিয়ে গিয়েছে৷ মূলত ওড়িশার বাসিন্দা তথা শিক্ষক সুরশে চন্দ্র দাস এক সময় আমবাসাস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক ছিলেন৷ কিন্তু, নিজের দোষে চাকরি হারাতে হয়েছে তাঁকে৷ কিন্তু, তাতেও শিক্ষা হয়নি তাঁর৷ চাকরি চলে যাওয়ার পর আমবাসায় বাড়ি ভাড়া করে প্রাইভেট টিউশন করতেন৷ বেশ ভালোই চলছিল৷ হঠাৎ অভিযুক্ত সুরেশবাবু পুরনো চরিত্রে ফিরে যান৷ অভিযোগ উঠেছে, তিনি নবম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করেন৷ জানা গিয়েছে, প্রাইভেট পড়তে যাওয়ার পর ছাত্রীটিকে শ্লীলতাহানি করেন এবং কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেন৷ এই ঘটনার পর মেয়েটি তার মাকে বিষয়টি জানায়৷ এরপর ছাত্রীর মা আমবাসা থানায় মামলা দায়ের করেন ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে৷ পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা নিয়েছে৷ মামলার নম্বর ২১/১৮৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৫৪/৫০৬ ধারা মোতাবেক৷ সেই সাথে মামলায় যুক্ত করা হয়েছে পকসো আইনের ৮ নং ধারা৷ মামলা হতেই অভিযুক্ত শিক্ষক পালিয়ে গা ঢাকা দিয়েছেন বলে খবর মিলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *