বাহারিনের রাণী নিলেন রাজ্যের কুইন আনারস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রাজ্যের কুইন আনারস আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে৷ বাহারিন দেশের রাণী এই আনারসের স্যাম্পলও চেয়েছেন৷

উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে এ বছর সারা রাজ্যের আনারস, কাঁঠাল, সবরীকলা ও কাকরুল চাষের উপর বিশেষ জোর দেওয়া হবে৷ দপ্তরের সহকারি অধিকর্তা এ তথ্য দিয়ে জানান, এ বিষয়ে আগামী ১৮ মে আগরতলায় প্রজ্ঞা ভবনে রাজ্যের আটটি জেলা থেকে ২ জন করে কৃষককে নিয়ে বিশেষ সেমিনার হবে৷ সেমিনারের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ কৃষিমন্ত্রীর উপস্থিতিতে সেদিন ত্রিপুরার কুইন ও কিউ উভয় প্রকার আনারস দুবাইয়ে রপ্তানী সংক্রান্ত বিষয়ে মৌ স্বাক্ষরিত হবে৷ ত্রিপুরার এই আনারসের বিষয়ে সহ অধিকর্তা জানান, গত ৯-১১ মে গুয়াহাটিতে দেশের বিভিন্ন ফল ও সব্জী নিয়ে প্রদর্শনী আয়োজিত হয়েছে৷ প্রদর্শনীতে ত্রিপুরার আনারস বিশেষ প্রশংসা অর্জন করে৷ এছাড়া, গতকাল মহারাষ্ট্রের ‘ললিত’ হোটেলে ফল ও সব্জী নিয়ে আন্তর্জাতিক স্তরের একদিনের প্রদর্শনী ও সেমিনার আয়োজিত হয়৷ ২০টি দেশের ৫৬ জন প্রতিনিধি সেখানে অংশ নিয়েছেন৷ এর মধ্যে ত্রিপুরার রাজ্যের কুইন আনারস সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশংসা পেয়েছে৷ সেখানে উপস্থিত বাহারিন রাণী এই আনারসের স্যাম্পলও চেয়ে নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *