কাকিনাডা, ১৬ মে (হি.স.) অন্ধ্রপ্রদেশের দেবীপত্তনমে গোদাবরীে নদীতে নৌকা ডুবিতে তলিয়ে গেলে ৪০ জন যাত্রী। মঙ্গলবার বিকেলে দেবীপত্তনমে থেকে কোন্দামোডালুর দিকে যাওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যায়। সপ্তাহের শুরুতে কাজের দিন হওয়ার কারণে নৌকাতে প্রায় ৪০ জন যাত্রী নিজেদের সঙ্গে থাকা জিনিস নিয়ে নৌকাতে ওঠে। ক্ষমতার থেকে বাড়তি যাত্রী নিয়ে নৌকাটি চলতে শুরু করে পশ্চিম গোদাবরীর মানটুর-ভাডাপল্লি মাঝামাঝি নৌকাটি ডুবে যায়।
নৌকা ডুবির খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। নামানো হয় ডুবুরি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নামানো হয় রাজ্য বিপর্যয় মোকাবিলাবাহিনী, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলাবাহিনী। উদ্ধার কাজে নেমে পড়েন ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা। মঙ্গলবার সারারাত ধরে চলে উদ্ধার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনকে যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
কি কারণে নৌকা ডুবে গেলো তার তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তের পরে জানা গিয়েছে মাঝ নদীতে হঠাৎই খুব জোরে হাওয়া বইতে থাকে তার সঙ্গে হঠাৎই ঢেউ উঠতে থাকে। তার জেরে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।