বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.) : ১২৫ থেকে ১৩০ এর বেশি আসনে বিজেপি জিতবে। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরই এমনই বললেন কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পা। এদিন তিনি বলেন, ১২৫ থেকে ১৩০ এর বেশি আসনে বিজেপি জিতবে। কংগ্রেস ৭০টি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জেডি(এস) ২৫টি আসন পাবে। নীরবে গোটা রাজ্যজুড়ে বিজেপির শক্তিশালী ঢেউ উঠেছে। সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের প্রতি জনগণের ক্ষোভ রয়েছে। প্রধানমন্ত্রী এবং অমিত শাহর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। প্রত্যেকেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার ব্যাপারে আশাবাদী। সরকার গঠন করার ব্যাপারে আমরা একশো শতাংশ নিশ্চিত। কংগ্রেস এই নির্বাচন হারছে। ত্রিশঙ্কু হওয়ার কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, জেডি(এস) নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এদিন জানিয়েছেন, গ্রহণ বা বর্জন নিয়ে আমি চিন্তিত নই। ১৫ মে পর্যন্ত অপেক্ষা করুন। ওইদিনই সত্যিটা জানা যাবে।
প্রসঙ্গত, ১২ মে কর্ণাটকে ২২২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের ৫৮৫৪৬ কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ২০১৩র বিধানসভা নির্বাচনের তুলনায় ১.৪ শতাংশ ভোট কম পড়েছে। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১৫ মে ভোট গণনা।