পুণে, ১৩ মে (হি.স.) : একাদশতম অাইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। শিখর ধবনের দুর্দান্ত ইনিংসের পাল্টা অম্বাতি রায়াডুর অপরাজিত শতরানের সুবাদে আইপিএলের সুপার সানডের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল চেন্নাই। এই ম্যাচে হেরেও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে থাকল হায়দরাবাদ। অার দ্বিতীয় স্থানে থাকল চেন্নাই।
রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান এবং কেন উইলিয়ামসনের অনবদ্য পার্টনারশিপে রবিবার ৪৯ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন সানরাইজার্স ওপেনার শিখর ধাওয়ান। অন্যদিকে, তুলনামূলক শান্ত ব্যাটিং দেখতে পাওয়া যায় কেন উইলিয়ামসনের। তিনি ৩৯ বলে ৫১ রান করেন। দ্বিতীয় উইকেটে তাঁরা ১২৩ রান তোলেন। আর নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ তোলে ১৭৯-৪ রান। শার্দুল ঠাকুর জোড়া উইকেট নেন। রায়াডুর অপরাজিত ১০০ ও শেন ওয়াটসনের ৫৭ রানের সুবাদে সহজেই বিপক্ষের রান টপকে যায় চেন্নাই। ধোনি ২০ রানে অপরাজিত থাকেন।