রাজনৈতিক দেওলিয়াপনা করেছে কংগ্রেস ও সিপিএম ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ পার্টি অফিস উচ্ছেদ ইস্যুতে সিপিএম ও কংগ্রেস রাজনৈতিক দেওলিয়াপনার দৃষ্টান্ত স্থাপন করেছে৷ জনবিচ্ছিন্ন দুই রাজনৈতিক দল তাদের মধ্যে যে নিবিড় সম্পর্ক উচ্ছেদ ইস্যুতে তাঁরা  রাজ্যবাসীকে বুঝিয়ে দিয়েছেন৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই ভাবেই কংগ্রেস ও সিপিএমকে বিঁধেছেন প্রদেশ বিজেপির সম্পাদিকা প্রতীমা ভৌমিক৷

তাঁর কথায়, পার্টি অফিসগুলিতে অতীতে অনেক কুকর্ম হত৷ সরকারী জমি দখল করে রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর ছক পার্টি অফিসগুলিতেই আঁকা হত৷ তাই বর্তমান সরকার ওই অবৈধ পার্টি অফিসগুলি গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এই বিষয়ে সহযোগিতা করার বদলে সিপিএম ও কংগ্রেস রাজনৈতিক দেওলিয়াপনার দৃষ্টান্ত স্থাপন করেছে৷ উচ্ছেদ ইস্যুতে এদিন কংগ্রেসের অবরোধ কর্মসূচীকে তিনি কড়া সমালোচনা করেছেন৷  তাঁর বক্তব্য জনবিচ্ছিন্ন দুই রাজনৈতিক দল আবারো কাছাকাছি এসেছে৷ তাদের মধ্যে যে নিবিড় সম্পর্ক দলের নেতারা রাজ্যবাসীকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *