সামাজিক ভাতা চালু রেখেই পর্যালোচনা করতে ক্ষুব্ধ কংগ্রেস দাবী জানাল, জুনের মধ্যে ভাতা চালুর সময় বেঁধে দিল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ সামাজিক ভাতা প্রদানে রাজ্যে দীর্ঘসময় ধরে বহু অনিয়ম হয়েছে৷ তাই, বর্তমান সরকার সামাজিক ভাতা পর্যালোচনা করতে চাইছে৷ সেজন্য পর্যালোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত ভাতা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে৷ ভাতা বন্ধ রাখার সিদ্ধান্তে ভিষণ চটেছে প্রদেশ কংগ্রেস৷ সামাজিক ভাতা চালু রেখেই পর্যালোচনা করার দাবি জানিয়েছে দল৷ শুধু তাই নয়, এই দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ এদিকে, বিজেপি জুনের মধ্যেই সমস্ত পর্যালোচনার কাজ সমাপ্ত করে ভাতা চালু করার জন্য রাজ্য সরকারকে সময় বেঁধে দিয়েছে৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার বক্তব্য, রাজ্যে ৪ লক্ষাধিক সামাজিক ভাতা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এই পর্যালোচনার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত ভাতা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, গরীব মানুষের ভাতা বন্ধ করে দেওয়া মেনে নেওয়া যায়না৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলে নিশ্চয়ই ভাতা প্রদানে নানা অনিয়ম হয়েছে৷ সেক্ষেত্রে ভাতা পর্যালোচনাকে প্রদেশ কংগ্রেস স্বাগত জানাচ্ছে৷ কিন্তু, ভাতা চালু রেখেই পর্যালোচনা করা উচিত৷ কারণ, অনেকেই এই ভাতার টাকায় ঔষধ কিংবা চাল ক্রয় করেন৷ ভাতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা অসহায় অবস্থায় পড়েছেন৷

এদিকে, সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক ভাতা প্রদানে পর্যালোচনার কাজ জুনের মধ্যেই সমাপ্ত করে ভাতা চালুর জন্য রাজ্য সরকারকে সময় বেঁধে দিয়েছেন৷ তাঁর কথায়, রাজ্যে বর্তমানে মৃত ব্যক্তিও ভাতা পাচ্ছেন৷ বিপিএলের হার নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে৷ তাই সামাজিক ভাতার পর্যালোচনা করে দ্রুত চালু করা হোক৷ পাশাপাশি তিনি ভাতার রাশি বাড়ানোর দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *