কেন্দ্রীয় মন্ত্রীর কছে রাজ্যে আরও একটি সফটওয়ার টেকনোলজি পার্ক স্থাপনের দাবী জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ ত্রিপুরায় আরও একটি সফটওয়ার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া স্থাপনের জন্য কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি

শনিবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

শঙ্কর প্রসাদের কাছে দাবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার নয়াদিল্লতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী৷ সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় মন্ত্রীকে জানান, রাজ্যের বহু ছেলেময়ে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছেন৷ তারা রাজ্যে ফিরে আসতে চাইছেন৷ রাজ্যে তাদের জন্য সঠিক পরিকাঠামো নেই৷ তাই আরও একটি সফটওয়ার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া স্থাপন করার প্রস্তাব রাখা হচ্ছে৷ যদিও ইতিমধ্যেই রাজ্যে দুটি সফটওয়ার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছে৷ একটি লিচুবাগানে এবং অন্যটি ইন্দ্রনগরে৷ নতুন প্রস্তাবিত সফটওয়ার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া স্থাপন করা হবে গোর্খাবস্তিস্থিত অরণ্য ভবনের পাশে৷ এজন্য ১৪ একর জমিও চিহ্ণিত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন যাতে অবিলম্বে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়৷

সাক্ষাকালে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের কাছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবী জানিয়েছেন গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য সিএসসি ই-গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিঃ ত্রিপুরা সরকারের কাছে একটি প্রস্তাব দিয়েছে রাজ্যের ১১৭৮ টি গ্রাম পঞ্চায়েতকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসার জন্য৷ তার জন্য ব্যয় ধরা হয়েছে ৩৪৯৮ কোটি টাকা৷ মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি জরুরী ভিত্তিতে অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন৷ জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *