ককবরকের পরিবর্তে হিন্দিতে সংবাদ, সরকারী প্রস্তাবের তীব্র প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ সংবাদের মাধ্যম হিসেবে ককবরক ভাষাকে ব্যবহারের বদলে হিন্দি ভাষা ব্যবহারে তথ্য ও সংসৃকতি দপ্তরের কমিটির প্রস্তাবে তীব্র আপত্তি ও নিন্দা জানিয়েছে প্রদেশ কংগ্রেস এসটি সেল৷ এই প্রস্তাব ককবরক ভাষাকে চরম অপমান করেছে বলে সেল অভিযোগ করেছে৷ তাই, অবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহার করা হোক, এসটি সেল এই দাবি জানিয়েছে৷ নতুবা, বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন সেলের নেতৃবৃন্দ৷

এদিন প্রদেশ কংগ্রেস এসটি সেলের সাধারণ সম্পাদক দীনেশ দেববর্মা ককবরক ভাষাকে অপমানের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন৷ সাথে তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন৷

শনিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস এসটি সেলের চেয়ামর্যান সচিত্র দেববর্মা বলেন, গত ৬ এপ্রিল তথ্য ও সংসৃকতি দপ্তরের একটি কমিটি বৈঠকে প্রস্তাব দিয়েছে, সংবাদ সরবরাহের ক্ষেত্রে ককবরক ভাষাকে ব্যবহারের বদলে হিন্দি ভাষা ব্যবহার করা হোক৷ তাতে, জাতীয়তাবাদ প্রচার হবে এবং বহিরাজ্যে এই সংবাদ সহজে ব্যবহার করা যাবে৷ এই প্রস্তাবের বিষয়ে সচিত্রবাবুর বক্তব্য, হিন্দি ভাষাকে আমরা সম্মান করি৷ কিন্তু, ককবরক ভাষার পরিবর্তে কোন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না৷ ককবরক ভাষার সাথে হিন্দি ভাষা যুক্ত করা হলে তাতে কোন আপত্তি নেই, বলেন সচিত্রবাবু৷ ককবরক ভাষার পরিবর্তে হিন্দি ভাষার ব্যবহারের প্রস্তাবে তীব্র আপত্তি ও নিন্দা জানান তিনি৷

তাঁর কথায়, ককবরক ভাষা নিয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকারের ভূমিকা যথেষ্ট নিন্দনীয়৷ তিনি ক্ষোভের সুরে বলেন, পূর্বতন সরকারের আমলেও ককবরক ভাষা নানাভাবে উপেক্ষিত ছিল৷ বর্তমান সরকারের আমলেও এর ব্যতিক্রমী কিছুই দেখা যাচ্ছে না৷ এদিন তিনি হুশিয়ারী দিয়ে বলেন, ককবরক ভাষার পরিবর্তে হিন্দি ভাষা ব্যবহারের প্রস্তাব প্রত্যাহার না করা হলে প্রদেশ কংগ্রেস এসটি সেল বৃহত্তর আন্দোলনে নামবে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, এই ইস্যুতে আইপিএফটি’র এখনই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা উচিৎ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *