নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ ভারতীয় নৃত্যকলা দুনিয়ার শ্রেষ্ঠতম প্রদর্শনের মধ্যে একটা৷ বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে নববোধন আয়োজিত শাশ্বত ধ্রুপদী নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷
নৃত্যানুষ্ঠানের শুরুতে নববোধনের পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট নৃত্য শিল্পী সঙ্গীত, শিল্পী, বাচিক শিল্পী, গীতি আলেখ্যে যন্ত্রসঙ্গীত শিল্পীদের মঞ্চে উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয়৷ অনুষ্ঠানে নববোধনের কর্ণধার পিয়ালী বর্ধন রায় সংক্ষিপ্তভাবে নৃত্যানুষ্ঠানের ভাবনার প্রসঙ্গ তুলে ধরেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিষ্ঠানের কর্ণধার পিয়ালী বর্ধণ রায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, নৃত্যকলা ভারতবর্ষের পুরনো সমাজ ব্যবস্থা থেকে এসেছে৷ তিনি বলেন, নৃত্যকলা কৌশলই হোক তার অঙ্গভঙ্গির মাধ্যমে কি বলতে চাইছে তা সহজেই বোঝা যায়৷ ভারত ছাড়া অন্য কোনও দেশে এমন সংসৃকতি নেই বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷ মুখ্যমন্ত্রী বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিহু, বিঝুর মতো এই সমস্ত উৎসব সবাইকে নতুন দিশা, নতুন চিন্তায় উদ্ভাসিত করে৷ তিনি এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে কচিকাঁচা নৃত্যশিল্পীদের আরও বেশি করে নৃত্য চর্চায় অনুপ্রেরণা যোগাবে বলেও আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ দাস৷ উদ্বোধনের পর দ্বিতীয় পর্বে শুরু হয় ধ্রুপদী নৃত্যের বর্ণচ্ছটা৷
2018-04-30