নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ এপ্রিল৷৷ বিশালগড় সুতারমুড়া এলাকায় দুই সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশালগড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ থানায় মামলা দায়ের করা হলেও গ্রেপ্তারের কোন খবর নেই৷ শনিবার সকাল থেকেই পুলিশের তৎপরতা ছিল৷ কিন্তু, রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তদের জালে তুলতে পারেনি৷ এদিকে, বিজেপি মহিলা মোর্চা এবং জনজাতি মোর্চার তরফ থেকে বিশালগড় মহিলা থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে যাতে অবিলম্বে অভুিযুক্তদের গ্রেপ্তার করা হয়৷
সংবাদে প্রকাশ, বিশ্রামগঞ্জের রংমালা গ্রামের এক উপজাতি মহিলা মান্দাইয়ে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন সকাল এগারটা নাগাদ৷ বোনকে বাড়িতে না পেয়ে তিনি আগরতলায় নাগেরজলা মোটরস্ট্যান্ডে ফিরে আসেন বাড়িতে আসার জন্য৷ নাগেরজলা মোটরস্ট্যান্ডে আসার পর তিনি সুমন নামে এক যুবকের সাথে পরিচিত হন৷ সুমনের বাড়ি আমবাগান এলাকায়৷ একই গাড়িতে করে দুজনে বিশালগড় পর্যন্ত যান৷ বিশালগড় স্টেশনের কাছে গনেশ দাস নামে এক অটো চালক ঐ মহিলার দিকে কুনজরে দেখেন৷ গনেশ দাসের বাড়ি জাঙ্গালিয়ার সুতারমুড়া এলাকায়৷ এখানে এসে গাড়ি না পেয়ে সুমন ও ঐ মহিলা হেটে হেটে কিছু দূর যান৷ বিশালগড়ের জাঙ্গালিয়া গ্যাস এজেন্সির সামনে আসার পর তিনি দেখতে পান গনেশ দাস ও আরও চারজন সেখানে পৌঁছেন৷ তারপর ঐ মহিলাকে পাশের জঙ্গলে তুলে নিয়ে যায় এবং রাত আটটা নাগাদ গণধর্ষণ করে বলে অভিযোগ৷ গনেশের সাথে যারা ছিলেন তারা প্রত্যেকেই বাঙালী বলে দাবি করেছেন ধর্ষিতা উপজাতি রমণী৷ তিনি বলেছেন, এই কুকর্মের সাথে যারা যুক্ত তারা প্রত্যেকেই বিশালগড় রেল স্টেশনে অটো চালায়৷ তাদেরকে তিনি দেখলে চিনিয়ে দিতে পারবেন৷ শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে৷ শনিবার সকালে ধর্ষিতা মহিলা বিষয়টি লিখিতভাবে বিশালগড় মহিলা থানায় জানিয়েছেন৷ পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা নিয়েছে৷ মামলা হয়েছে আইপিসির ৩৭৬ (ডি) এবং ৫০৬ ধারা মূলে৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ ধর্ষিতা মহিলাকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷
এদিকে, এই ঘটনার খবর মহিলা থানায় পৌঁছে জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা এবং জেলা মহিলা মোর্চার সভানেত্রী রুখিয়া বেগন সহ অন্যান্য নেতৃত্ব৷ এই দুই সংগঠের কর্মকর্তারা পুলিশের কাছে দাবী জানিয়েছেন অবিলম্বে অভিযুক্ত গণেশ দাস সহ অন্যান্যদের গ্রেপ্তার করার৷ পুলিশ আশ্বাস দিয়েছে অবিলম্বেই তাদের গ্রেপ্তার করা হবে৷ বিভিন্ন স্থানে তাদের ধরার জন্য জোর তৎপরতা শুরু করেছে পুলিশ৷ এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা বিশালগড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷