বেঙ্গালুরু, ২৭ এপ্রিল (হি.স.): মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ দলের কর্মীদের নিয়ে কর্ণাটক বিধানসভা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন সভাপতি রাহুল গান্ধী৷ ইস্তেহার প্রকাশের পর রাহুল জানিয়েছেন, গতবারের নির্বাচনী প্রতিশ্রুতি বেশির ভাগই পালন করেছে কংগ্রেস৷ এবারও তাঁরা ক্ষমতায় ফিরলে উন্নত পরিষেবা ও উন্নয়নের ওপরই জোর দেবেন৷ কর্ণাটকের মানুষের কণ্ঠস্বরই কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল৷ শুক্রবার এই ইস্তেহার প্রকাশকে ঘিরে তৈরি হয়েছিল সাজসাজ পরিবেশ। স্বয়ং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই ইস্তেহারের নাম দিয়েছেন ‘নব কর্নাটক ইস্তেহার’। এই ইস্তেহারে বলা হয়েছে ‘বহু রাজ্যের থেকে এগিয়ে কর্নাটক’। এছাড়াও, ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছেন ১৫ থেকে ২০ লক্ষ কর্মসংস্থানের৷ কংগ্রেসের নির্বচনী ইস্তাহারে ভোটারদের মন জয় করার সব উপাদানই আছে৷ যুবক-যুবতীদেরকে সময়ের সঙ্গে চলার উপযোগী করে তুলতেই স্মার্টফোন দেওয়া হবে তাদের৷ কর্ণাটকের মানুষের কণ্ঠস্বরই কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল৷ ইস্তেহার প্রকাশ করে রাহুল গান্ধী বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘এটা বিজেপির মত ইস্তেহার নয়। যেখানে শুধু আরএসএস এবং রেড্ডি ভাইদের জন্য স্বার্থ লুকিয়ে রাখা থাকবে। ইস্তেহার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল বীরাপ্পা মৈলিকে। কর্নাটক বিধানসভা নির্বাচন ১২ মে হবে। আর গণনা হবে ১৫ মে। তাই সময় হাতে বেশি না থাকায় এখানে প্রচারে নেমে পড়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাই এই মুহূর্তে সবারই নজরে দেশের দক্ষিণ প্রান্তের এই রাজ্য৷
2018-04-27