
গম্ভীর বলেন, ‘শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ করে কোনও কাজ হবে না৷ যদি বয়কটের রাস্তায় হাঁটতে হয়, তবে সেটা সব ক্ষেত্রে হওয়া উচিত৷ ফিল্ম, মিউজিক ও অন্যান্য সমস্ত ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা দরকার৷ দু’দেশের রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও পাকিস্তানীকেই ভারতে এসে পারফর্ম করার সুযোগ দেওয়া উচিত নয়৷’
গম্ভীর মনে করেন, সীমান্তে পাকিস্তানের হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার জন্য ভারত সরকারের কড়া পদক্ষেপ নেওয়া দরকার৷ আলোচনায় কাজ না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয় বলেই মত তারকা ক্রিকেটারের৷এ প্রসঙ্গে গৌতম বলেন, ‘সাম্প্রতিক অতীতে পাকিস্তানের সঙ্গে সরকারী তরফে বেশ কয়েকবার আলোচনা হয়েছে৷ তবে কোনও আলোচনার টেবিলে কোনও ফলপ্রসূ সিদ্ধান্ত নেওয়া যায়নি৷ প্রত্যেকেরই ধৈর্যের একটা সীমা থাকে৷ প্রথমত, সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজা উচিত৷ তবে আলোচনায় কাজ না হলে কঠোর পদক্ষেপ নিতে হয়৷’ হিংসা বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলার ঘোর বিরেধী তিনি৷