
এদিন সকাল ৭টা থেকে অনশন শুরু করেছেন তিনি। শেষ হবে সন্ধ্যা ৭টায়। । চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, তিনি তাঁর জন্মদিন পালন করবেন না। বরং অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট যাতে দ্রুত কার্যকর করা হয় তার দাবিতেই এদিন অনশনে বসবেন তিনি। মুখ্যমন্ত্রী এই অনশনের নাম দিয়েছেন ন্যায়ের দাবিতে লড়াই। চন্দ্রবাবু নাইডু ছাড়াও রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরাও অংশ নেন এই অনশনে। রাজ্য ভাগের পর থেকেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসছে স্থানীয় রাজনৈতিক দলগুলি। এবারের কেন্দ্রীয় বাজেটই ছিল বর্তমান সরকারের শেষ বাজেট। কিন্তু, এই বাজেটেও অন্ধ্রপ্রদেশের স্টেশাল স্টেটাস নিয়ে কিছু ঘোষণা করেনি কেন্দ্র। তারপরই কেন্দ্রের সঙ্গে জোট ভেঙে দেন তেলুগু দেশম পার্টি।