নবনির্মিত রাজভবনের উদ্বোধন করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ আগরতলার ক্যাপিটেল কমপ্লেক্সে নবনির্মিত রাজভবনের আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে৷ রাজ্যপাল তথাগত রায় প্রদীপ প্রজ্জ্বলন করে এর উদ্বোধন করে৷ অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে রাজ্যপাল তথাগত রায় বলেন, পুণ্য অক্ষয় তৃতীয়ার দিনে নবনির্মিত রাজভবনের উদ্বোধনী অনুষ্ঠান আমার জীবনে এ রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার মতোই একটি নতুন মাইল ফলক হয়ে থাকবে৷ রাজ্যপাল বলেন, ত্রিপুরার রাজ্যপাল হিসেবে এই তিন বছরে ত্রিপুরাকে ভালো করে চেনার সুযোগ হয়েছে৷ এ রাজ্যের সম্পদকে ভিত্তি করে যদি পর্যটন শিল্পকে প্রসারিত করা যায় তবে তার ভৌগোলিক বিচ্ছিন্নতা, বেকার সমস্যা মেটানো সম্ভব৷ বর্তমান তরুণ মুখ্যমন্ত্রীর সুদূর প্রসারী পরিকল্পনায় এ রাজ্যের প্রকৃত উন্নয়ন হবে বলে রাজ্যপাল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমরা ত্রিপুরাকে একটি বৈভবশালী, শক্তিশালী এবং শ্রেষ্ঠ রাজ্য গড়ার যে স্বপ্ণ দেখেছি, সবাই মিলে সেই দিশাতে যেতে পারবো৷ সঠিক সময়েই সেই কাজ শুরু হয়েছে৷ তিনি বলেন, আজ অক্ষয় তৃতীয়া৷ আমরা বিশ্বাস করি এই দিনে যখন কোনও কাজ সম্পন্ন হয় তা মঙ্গলদায়ী হয়৷ তিনি বলেন, আমি নিশ্চিত যে, নতুন বছরের সঙ্গে সঙ্গে নতুন ভাবনা ও নতুন দিশা নিয়ে এই ভবনে আশা ত্রিপুরার জন্য নতুন বার্তা নিয়ে আসবে৷ মুখ্যমন্ত্রী বলেন, অভিভাবক যদি কাছে থাকেন তাহলে সন্তান কাজ করার সময় আত্মবিশ্বাস পায়৷ আমাদের রাজ্যের সচিবালয় ও রাজভবন এতো কাছাকাছি আসার ফলে এক দিশাতে কাজ করে সঠিক দিশায় রাজ্য পরিচালনা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণে মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন বলেন, নবনির্মিত রাজভবনের এই উদ্বোধনী অনুষ্ঠান উন্নয়নের নতুন দিশায় একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন৷ তিনি বলেন, পূর্বতন রাজভবন পুষ্পবন্ত প্রাসাদকে একটি মিউজিয়াম হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ পূর্বতন রাজভবনের সচিবালয় ভবনটি পর্যটন দপ্তরকে দেওয়ার প্রস্তাব রয়েছে বলে জানান মুখ্য সচিব৷ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রাজ্যপালের সচিব সমরজিৎ ভৌমিক৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রীসভার সদস্য মনোজ কান্তি দেব ও মেবার কুমার জমাতিয়া, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিব ও পদস্থ আদিকারিকগণ৷ অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শচীন দেববর্মণ স্মৃতি সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা৷ অনুষ্ঠানে শেষে রাজ্যপাল তথাগত রায় নবনির্মিত রাজভবনের ফলক উন্মোচন করেন৷ উল্লেখ্য, নয় একর জায়গা জুড়ে নবনির্মিত এই রাজভবনটি গড়ে তোলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *