বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.) : দ্বাদশ শতাব্দীর লিঙ্গায়ত দার্শনিক এবং কবি বাসভেস্বরার জন্মজয়ন্তী উদযাপন ঘিরে ফের রাজনৈতিক বাকযুদ্ধে জড়িয়ে পড়ল বিজেপি এবং কংগ্রেস। চলতি বছরের মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কর্ণাটকে। আর তাকে ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এই তরজা থেকে বাদ গেলেন না দ্বাদশ শতাব্দীর লিঙ্গায়ত দার্শনিক এবং কবি বাসভেস্বরা। গত মঙ্গলবার বিজেপি সাংসদ শোভা কারান্ডলাজে রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, ১৮ এপ্রিল বাসভেস্বরার জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁর মূর্তিতে মালা দেওয়ার কোনও নৈতিক অধিকার নেই সিদ্দারামাইয়ার।
এই প্রসঙ্গে বুধবার বিজেপি সাংসদের বিরুদ্ধে তোপ দেগে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি পাল্টা বলেন, ‘তিনি কে? আমাদের বলার তিনি কে? শোভা কারান্ডলাজের ব্যক্তিগত সম্পত্তি নয় বাসভেস্বরা।’ অন্যদিকে এদিন বাসভেস্বরার মূর্তিতে মাল্যদান করেন বিজেপি সভাপতি অমিত শাহ। ইতিমধ্যেই লিঙ্গায়ত সম্প্রদায়ের ভোট নিজেদের পালে টানার জন্য উঠে পড়ে লেগেছে কংগ্রেস এবং বিজেপি। আর তাই লিঙ্গায়ত সম্প্রদায়ের শ্রেষ্ঠ আইকন দ্বাদশ শতাব্দীর দার্শনিক, কবি, সমাজ সংস্কারক বাসভেস্বরার প্রতি শ্রদ্ধা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে দুই দল।