শিমলা, ১৮ এপ্রিল (হি.স.) : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৫০টি বাড়ি। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি শিমলার টিক্করী পঞ্চায়েতের অন্তগর্ত কাইশানী গ্রামে ঘটেছে। কাইশানী গ্রামে দেড়শোটির বেশি বসত বাড়ি রয়েছে। মঙ্গলবার গভীর রাতে এমনই একটি বাড়িতে আগুন লেগে যায়। দেখতে দেখতে তা ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে যায়। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেয়। ঘটনাস্থলে আসে দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। গোটা এলাকাটি ঘিরে ফেলে রোহডু থানার পুলিশ। টানা পাঁচ ঘন্টার প্রচেষ্ঠায় বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই গ্রামের ৫০টি বাড়ি। উল্লেখজনক বিষয়ে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। আগুনের হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে তারাহুড়ো করে বেরিয়ে আসেন বাসিন্দারা। তাই বিধ্বংসী আগুন লাগা সত্ত্বেও কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগুন লাগার খবর দমকলকে ঠিক সময় জানানো হলেও তারা ঘটনাস্থলে আসতে দেরি করে। তাই আগুন এত দ্রুত ছড়িয়ে যায়। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। অন্যদিকে, কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের ভয়াল রূপ প্রসঙ্গে বলতে গিয়ে এক সরকারী আধিকারিক জানিয়েছেন, ওই বাড়িগুলি কাঠ দিয়ে তৈরি হওয়ার কারণে আগুন এতটা ছড়িয়ে গিয়ে ভয়াল আকার ধারণ করে। পুলিশের ডিএসপি অশোক বর্মা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ৫০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
এই অগ্নিকাণ্ডের ফলে যেসব মানুষ বাস্তুহীন হয়ে পড়েছে তাদের প্রত্যেককে ১০০০০ টাকা, কম্বল, চাদর, খাবার প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এইসব বাস্তুহীন মানুষদের কোথাও পুনর্বাসন দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে।