প্রয়াত প্রাক্তন ফার্স্ট লেডি বারবারা বুশ, শোকস্তব্ধ আমেরিকা

হিউস্টন, ১৮ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি বারবারা বুশ| মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| বুশ পরিবার সূত্রের খবর, মঙ্গলবার টেক্সাসের হিউস্টনে ৯২ বছর বয়সে জীবনাবসান হয়েছে প্রাক্তন ফার্স্ট লেডি বারবার বুশ-এর| আমেরিকার ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশের স্ত্রী ছিলেন বারবারা| বারবারা হলেন একমাত্র মহিলা যিনি স্বামী এবং ছেলেকে আমেরিকার প্রেসিডেন্ট পদে দেখেছেন| আমেরিকার সময় অনুযায়ী, গত রবিবার বুশ পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বারবারা বুশের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে| তিনি আর কোনও চিকিত্সা করাতে ইচ্ছুক নন| এরপর মঙ্গলবার বুশ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রাক্তন ফার্স্ট লেডি বারবারা বুশ|

প্রাক্তন ফার্স্ট লেডির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন আমেরিকার ৪৩ তম রাষ্ট্রপতি এবং বারবারা-পুত্র জর্জ ওয়াকার বুশ| শোকবার্তায় জর্জ ডব্লু বুশ জানিয়েছেন, ‘আমার মা ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন| লরা, বারবারা, জেনা এবং আমি আজ খুবই দুঃখিত, কিন্তু আত্মা বিচলিত নয় কারণ আমরা জানি আমাদের মা শান্তিতে মারা গিয়েছেন|’ এছাড়াও প্রাক্তন ফার্স্ট লেডির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা| এখানেই শেষ নয়, আমেরিকার রাজনৈতিক মহলও বারবারা বুশের জীবনাবসানে শোকপ্রকাশ করেছে| ১৯৮৯-১৯৯৩ সাল পর্যন্ত বারবার স্বামী তথা আমেরিকার ৪১ তম প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ হোয়াইট হাউসে থাকাকালীন বারবারা ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি| পরিবারের মধ্যে ‘দ্য সিলভার ফক্স’ নামে পরিচিত ছিলেন বারবারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *