হায়দরাবাদ, ১৮ এপ্রিল (হি.স.) : ভগবান রামচন্দ্র এবং সীতাকে নিয়ে অশালীন কার্টুন করার তৈরি এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দায়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।
তেলেঙ্গানার সাইদাবাদ থানার সার্কেল ইনস্পেক্টর সাট্টাজাহ জানিয়েছেন, ‘আইনজীবী করুণা সাগর ১৩ এপ্রিল সাংবাদিক আহমেদ সাব্বিরের নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি দাবি করেছিলেন হিন্দু ভাবাবেগ আঘাত করে সাব্বির রাম এবং সীতার একটি কার্টুন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সংশ্লিষ্ট ওই সাংবাদিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় মামলা দায়ের করা হয়।’
সাইদাবাদ থানার সার্কেল ইনস্পেক্টর আরও বলেন, ‘ ১৫ এপ্রিল করুণা সাগর নামে ওই আইনজীবী ফের থানায় এসে সাংবাদিক স্বাথী ভাডলামুডি নামে আর এক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগে তিনি দাবি করেন, যে ওই আপত্তিজনক কার্টুনটি বানিয়েছে সাংবাদিক স্বাথী ভাডলামুডি। পরে ওই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।’
প্রসঙ্গত, স্বাধীন গণতান্ত্রিক দেশে সাংবাদিকের অধিকার অবশ্যই রয়েছে কোনও কিছু ব্যক্ত করার এবং স্বাধীন ভাবে খবর তুলে পরিবেশন করার। কিন্তু কোনও ভাবেই সেই অধিকার যেন স্বেচ্ছাচারে না বদলে যায় তার দিকে লক্ষ্য রাখা উচিত। অভিযোগকারী করুণা সাগর আইনজীবী ছাড়াও তিনি একজন ‘হিন্দু সংগঠন’ নামক একটি সংগঠনের সভাপতি।